SLOW DANCE

Have you ever watched kids on a merry-go-round,or listened to rain slapping the ground? Ever followed a butterfly’s erratic flight,or gazed at the sun fading into the night? You better slow down, don’t dance so fast,time is short, the music won’t last.

তাহার আর ব্লেজার পড়া হইল না :)

বহু শখ এবং হিসাব নিকাশ করিয়া সম্প্রতি ফিট এলিগেন্স হইতে বাকীতে (ক্রেডিট কার্ডে) একটি ব্লেজার ক্রয় করিয়াছিলাম। সর্বসাকুল্যে মাত্র দুইসপ্তাহ ব্লেজারখানা পরিধান করিয়াছিলাম। শালার লন্ড্রির চেংড়া পোলাপান প্রথম ধোলাই পরবর্তী ইস্ত্রী এর সময় ব্লেজারখানা পোড়াইয়া ফেলিয়াছে। এখন সে (মালিক সহ) আন্তরিক ভাবে মাফ, ক্ষমা, দয়া ইত্যাদি যাবতীয় মুল্যবান জিনিস চাহিতেছে। আমি এ যাতনা সহিতেও পারিতেছিনা… Continue reading তাহার আর ব্লেজার পড়া হইল না 🙂

ওয়েলকাম ব্যাক হোম হামিদুর রহমান, চোখ ভিজে যায় জলে।

টিভিতে দেখছিলাম, হামিদুর রহমানকে নিয়ে যাওয়া হচ্ছে সম্ভবত কুমিল্লা ক্যান্টনমেন্টে। রাস্তার দুপাশে আকাশী স্কুল ড্রেস পরা বাচ্চা মেয়েরা সবুজ পতাকা নাড়ছে। পেছনে ব্য়স্করা দাড়িয়ে। মানুষের ভীড় ঠেকানোয় ব্যাস্ত পুলিশ ঘুরে স্যালুট করল। চোখ ভিজে যায় জলে। এটুকু পেতে ৩৬ বছর লাগল। ওয়েলকাম ব্যাক হোম হামিদুর রহমান। ১২ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:০৪ http://www.somewhereinblog.net/blog/enderblog/28751001

মোবাইল বিভ্রাট

আমারএক বান্ধবীকে মোবাইলে কল করার চেষ্টা করছিলাম । হঠাৎ শুনি কোকিলকণ্ঠী বলছেন “দুঃখিত, এই মুহূর্তে আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মোবাইলের মালিক এই মুহূর্তে গাছের ডালে দোল খাচ্ছেন । গাছ থেকে নেমে এলে অনুগ্রহপূর্বক একটু পরে চেষ্টা করুন” । তারপর সেই একই কথা ইংরেজীতে বললেন। আমি হতভম্ব হয়ে বোঝার চেষ্টা করলাম ব্যপারটা… Continue reading মোবাইল বিভ্রাট

আগ্নেয়াস্ত্র | নির্মলেন্দু গুণ

পুলিশ স্টেশনে ভিড়,আগ্নেয়াস্ত্র জমা নিচ্ছে শহরেরসন্দিগ্ধ সৈনিক।সামরিক নির্দেশে ভীত মানুষেরশটগান,রাইফেল,পিস্তল এবং কার্তুজ,যেন দরগারস্বীকৃত মানত,টেবিলে ফুলের মতো মস্তানের হাত। আমি শুধু সামরিক আদেশ অমান্য করে হয়ে গেছিকোমল বিদ্রোহী,প্রকাশ্যে ফিরছি ঘরেঅথচ আমার সঙ্গে হৃদয়ের মতো মারাত্তকএকটি আগ্নেয়াস্ত্র,আমি জমা দেইনি। আগ্নেয়াস্ত্র | নির্মলেন্দু গুণ  

দারিদ্র্য রেখা | তারাপদ রায়

আমি নিতান্ত গরীব ছিলাম, খুবই গরীব।আমার ক্ষুধার অন্ন ছিল না,আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না,আমার মাথার উপরে আচ্ছাদন ছিল না।অসীম দয়ার শরীর আপনার,আপনি এসে আমাকে বললেন,না, গরীব কথাটা খুব খারাপ,ওতে মানুষের মর্যাদা হানি হয়,তুমি আসলে দরিদ্র।

আমার বন্ধু নিরঞ্জন | ভাস্কর চৌধুরি

অনেক কথা বলবার আছে আমারতবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে।নিরঞ্জন আমার বন্ধুর নামআর কোন নাম ছিল কি তার ?আমি জানতাম না।ওর একজন বান্ধবী ছিলঅবশ্য কিছুদিনের জন্য সে তাকে প্রীতম বলে ডাকত। ওর বান্ধবীর নাম ছিলো জয়লতা।নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমোন।জয়লতাকে কখনো কোন চিঠি লিখেছিলো কিনাসে কথাও আমাকে সে বলেনি।তবে জয়লতার চিঠি… Continue reading আমার বন্ধু নিরঞ্জন | ভাস্কর চৌধুরি

আমি কিংবদন্তির কথা বলছি | আবু জাফর ওবায়দুল্লাহ

আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিলতাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেনঅরণ্য এবং শ্বাপদের কথা বলতেনপতিত জমি আবাদের কথা বলতেনতিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা,কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।যে কবিতা শুনতে জানে নাসে ঝড়ের আর্তনাদ শুনবে।যে কবিতা শুনতে জানে নাসে দিগন্তের অধিকার… Continue reading আমি কিংবদন্তির কথা বলছি | আবু জাফর ওবায়দুল্লাহ

অবনী বাড়ি আছো | শক্তি চট্টোপাধ্যায়

অবনী বাড়ি আছোদুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়াকেবল শুনি রাতের কড়ানাড়া‘অবনী, বাড়ি আছো?’বৃষ্টি পড়ে এখানে বারোমাসএখানে মেঘ গাভীর মতো চরেপরান্মুখ সবুজ নালিঘাসদুয়ার চেপে ধরে–‘অবনী, বাড়ি আছো?’ আধেকলীন হৃদয়ে দূরগামীব্যথার মাঝে ঘুমিয় পড়ি আমিসহসা শুনি রাতের কড়ানাড়া‘অবনী, বাড়ি আছো?’ অবনী বাড়ি আছো | শক্তি চট্টোপাধ্যায়