১। দুনিয়াজোড়া নতুন ব্লকবাস্টার হলিউডি মুভি মুক্তি পেয়েছে। মুভির নাম ‘পানামা পেপারস’। নায়ক, পরিচালক, প্রযোজক, ক্যামেরাম্যান এবং মিডিয়া পার্টনার, সব পশ্চিমা এস্টাব্লিশমেন্ট আর ভিলেন হল বাকি দুনিয়ার কিছু নামকরা মানুষ। ছবির প্রথম অর্ধেক সিনেমা হলগুলোতে দেখানো হয়েছে। এখন সাময়িক বিজ্ঞাপন বিরতি চলছে। ২। ব্যাবসা বানিজ্যের সফলতার একটা প্রধান উপায় ব্রান্ড ইমেজ দাড়া করা। পানামার ওকালতি […]