কেমন ছিল সাইত্রিশ বৎসর আগের আজকের সন্ধ্যেটা?

অফিস থেকে ফিরে, অভ্যাসমতো হাঁটতে বের হয়েছিলাম সন্ধ্যের পরে, সাড়ে সাতটার দিকে। কাল ষোলই ডিসেম্বর । বিজয় দিবস। প্রচুর গাড়িতে বাংলাদেশের পতাকা লাগানো। সবুজ সিএনজির সামনে, প্রাইভেট কারের সামনের বামের পতাকার খুটিতে, প্রাইভেট কারের ইন্জিনের উপরে বিছিয়ে, লক্কর ঝক্কর মিনিবাসের ড্রাইভারের পাশে, মাইক্রোবাসের ছাদে। একটা প্রাইভেট কারের ড্যাসবোর্ডের উপরে ভাজ করে রাখা পতাকাও দেখলাম, বোধহ্য়… Continue reading কেমন ছিল সাইত্রিশ বৎসর আগের আজকের সন্ধ্যেটা?

Published
Categorized as My Writings