ওয়েলকাম ব্যাক হোম হামিদুর রহমান, চোখ ভিজে যায় জলে।
Saturday, 26 April 2008
টিভিতে দেখছিলাম, হামিদুর রহমানকে নিয়ে যাওয়া হচ্ছে সম্ভবত কুমিল্লা ক্যান্টনমেন্টে। রাস্তার দুপাশে আকাশী স্কুল ড্রেস পরা বাচ্চা মেয়েরা সবুজ পতাকা নাড়ছে। পেছনে ব্য়স্করা দাড়িয়ে। মানুষের ভীড় ঠেকানোয় ব্যাস্ত পুলিশ ঘুরে স্যালুট করল।
চোখ ভিজে যায় জলে। এটুকু পেতে ৩৬ বছর লাগল। ওয়েলকাম ব্যাক হোম হামিদুর রহমান।
১২ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:০৪