কাদতে আসিনি, আমি ফাসির দাবী নিয়ে এসেছি

এখনে যারা প্রাণ দিয়েছেরমনার ঊর্ধমুখী কৃষ্ণচুড়ার তলায়যেখানে আগুনের ফুলকির মতোএখনে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপসেখনে আমি কাদতে আসিনি ।আজ আমি শোকে বিহবল নইআমি ক্রোধে উন্মত্ত নইআজ আমি প্রতিজ্ঞায় অবিচল ।যে শিশু কোনো দিন তারপিতার কোলে ঝাপিয়ে পড়ারসুযোগ পাবে নাযে গৃহবধু আর কোনোদিন তারস্বামীর প্রতীক্ষায় আচলে প্রদীপঢেকে দুয়ারে দাড়িয়ে থাকবে নাযে জননী খোকা এসেচে বলেউদ্দাম আনন্দে… Continue reading কাদতে আসিনি, আমি ফাসির দাবী নিয়ে এসেছি

স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো

একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়েলক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছেভোর থেকে জন সমুদ্রের উদ্যান সৈকতে: ‘কখন আসবে কবি’? এই শিশু পার্ক সেদিন ছিল না,এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না।তা হলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি?তা হলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানেঢেকে দেয়া… Continue reading স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো