‘নো ম্যানস ল্যান্ড’ সিনেমাটা অনেক বছর আগে কোন এক টিভি চ্যানেল দেখছিলাম। তাও শুরু থেকে না। চ্যানেল পাল্টাতে পাল্টাতে কোন চ্যানেলে এক চ্যানেলে, সিনেমাটার মাঝখান থেকে দেখা শুরু করে আর শেষ না করে উঠতে পারিনি। ছবিটা শেষ হলে খানিকক্ষণ হতভম্ব হয়ে বসে ছিলাম। এটা কি হইলো? লোকটার এখন কি হবে? মনে আছে, তখন ছবিটা মনে […]