আমি কোনো আগন্তুক নই | আহসান হাবীব

আসমানের তারা সাক্ষীসাক্ষী এই জমিনের ফুল, এইনিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষীসাক্ষী এই জারুল জামরুল, সাক্ষীপূবের পুকুর, তার ঝাকড়া ডুমুরের পালে স্থিরদৃষ্টিমাছরাঙা আমাকে চেনেআমি কোনো অভ্যাগত নইখোদার কসম আমি ভিনদেশী পথিক নইআমি কোনো আগন্তুক নইআমি কোনো আগন্তুক নই, আমিছিলাম এখানে, আমি স্বাপ্নিক নিয়মেএখানেই থাকি আরএখানে থাকার নাম সর্বত্রই থাকা –সারা দেশে। আমি কোনো আগন্তুক নই। এইখর… Continue reading আমি কোনো আগন্তুক নই | আহসান হাবীব