গুয়েভারার প্রতি

চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়।আমার ঠোঁট শুকনো হয়ে আসে, বুকের ভেতরটা ফাঁকাআত্মায় অবিশ্রান্ত বৃষ্টিপতনের শব্দশৈশব থেকে বিষণ্ণ দীর্ঘশ্বাসচে, তোমার মৃত্যু আমাকে অপরধী করে দেয়-বলিভিয়ার জঙ্গলে নীল প্যান্টালুন পরাতোমার ছিন্নভিন্ন শরীরতোমার খোলা বুকের মধ্যখান দিয়েনেমে গেছেশুকনো রক্তের রেখাচোখ দুটি চেয়ে আছে।সেই দৃষ্টি এক গোলার্ধ থেকেছুটে আসে অন্য গোলার্ধেচে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়।… Continue reading গুয়েভারার প্রতি