নেকাব্বরের মহাপ্রয়াণ – নির্মলেন্দু গুণ

নেকাব্বর জানে তাঁর সম্পত্তির হিসাব চাইতে আসবে নাকেউ কোনোদিন।এই জন্মে শুধু একবার চেয়েছিল একজন, ‘কী কইরাপালবা আমারে,তোমার কী আছে কিছু তেনা?’সন্ধ্যায় নদীর ঘাটে ফাতেমাকে জড়িয়ে দু’হাতে বুকে পিষেবলেছিল নেকাব্বর;‘আছে, আছে, লোহার চাককার মতো দুটা হাত,গতরে আত্তীর বল – আর কীডা চাস্ মাগী।’‘তুমি বুঝি খাবা কলাগাছ?’ আজ এই গোধুলিবেলায় প্রচন্ড ক্ষুধার জ্বালা চোখে নিয়েনেকাব্বর সহসা তাকালো… Continue reading নেকাব্বরের মহাপ্রয়াণ – নির্মলেন্দু গুণ

Published
Categorized as Collections